শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:১৬:৪৪

যে কারণে জন-বিপাশার ১০ বছরের প্রেম ব্রেকআপ

যে কারণে জন-বিপাশার ১০ বছরের প্রেম ব্রেকআপ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনয়শিল্পীদের মধ্যে কি সত্যিকারের ভালোবাসা সম্ভব? এ প্রশ্নের উত্তরে অনেকেই হয়তো বলবেন, না। কিন্তু এক সময় জন আব্রাহাম ও বিপাশা বসু জুটির উদাহরণ টেনে উল্টো বলা হতো- কেন নয়? দীর্ঘ ১০ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের প্রেমের সম্পর্কেও ফাটল ধরে। ব্রেকআপ হয় তাদের। বর্তমানে প্রিয়া রাঞ্চালের সঙ্গে ঘর বেঁধেছেন জন, অন্যদিকে করন সিং গ্রোভারের সঙ্গে সুখেই কাটছে বিপাশার সংসার। কিন্তু জন-বিপাশার ব্রেকআপ হয়েছিল কেন?   

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, জন আব্রাহাম তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে প্রস্তুত ছিলেন না। দশ বছর কম সময় না। অন্যান্য জুটিরা অনেক আগেই ঘর সংসার শুরু করেছিলেন, কিন্তু তারা ক্যারিয়ারে মনোযোগ দিয়ে অর্থ উপার্জন করতে চেয়েছিলেন। কিন্তু শেষ দুই বছর তাদের সম্পর্কের ব্যাপারে জনের মনোভাব দেখে বিপাশা হতাশ হয়ে পড়েন। জন তাকে অধিনস্ত ভাবতে শুরু করেছিলেন, যা বিপাশাকে খুব দুঃখ দিয়েছিল।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়, জন ব্রেকআপ করতে চায় কিনা এ ব্যাপারে খোলাখুলি মন্তব্য করার পূর্ণ অধিকার দিয়েছিলেন বিপাশা। তখন জন ব্রেকআপের ব্যাপারে তার সিদ্ধান্ত জানান। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিসম’ সিনেমার সেটে জন-বিপাশার বন্ধুত্ব হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ২০১১ সালের শুরুতে তাদের ব্রেকআপ হয়।
এমটিনিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে