শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:৩৫:১৫

এই প্রথম প্রকাশ্যে পরিবারের সাথে ঈদ করলেন শাকিব খান!

এই প্রথম প্রকাশ্যে পরিবারের সাথে ঈদ করলেন শাকিব খান!

বিনোদন ডেস্ক : বড় পর্দার জনপ্রিয় জুটি শাকিব-অপুর সংসারে ছেলে আব্রাহাম খান জয়ের জীবনের প্রথম ঈদটা ছিল গত রমজানের।  বৃহৎ সেই উৎসবে কারণবশত বাবা শাকিব খানকে কাছে পাননি শিশু আব্রাহাম।

'চালবাজ' ছবির শুটিংয়ে ঈদুল ফিতরে শাকিব খান ছিলেন লন্ডনে।  তবে এ ঈদে সারাদিন বাবার সাথেই কাটছে আব্রাহাম খান জয়ের।   

এ ব্যাপারে ছেলের সাথে প্রথম ঈদ কাটানোর বিষয়ে শাকিব খান বলেন, এবারের ঈদটা আমার ছেলে জয়ের জন্য।  ঈদের সারাটা দিন সে আমার সাথেই থাকবে।  আগেই ওর জন্য জামা-কাপড়
কেনা হয়েছে।  এ ছাড়াও ছবির খোঁজ-খবর নিতে হবে আমাকে।  সেদিকটাও মাথায় রেখেছি আমি।

জানা যায়, এবার ঈদে শাকিব খান অভিনীত  'রংবাজ' এবং 'অহংকার' দুটি ছবি মুক্তি পেয়েছে আড়াই শ'র মতো সিনেমা হলে।  দুই ছবিতেই শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন বুবলী।

উল্লেখ্য,  শাকিব-অপু ২০০৮ সালে গোপনে বিয়ের পিঁড়িতে বসেন।  কিন্তু মাস কয়েক আগে তাদের সম্পর্কটা জনসম্মূখ্যে প্রকাশ করেন অপু বিশ্বাস।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে