শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:৫২:৩৫

নীরবে ২৪টি চড়ের আঘাত সহ্য করলেন রণবীর সিং

 নীরবে ২৪টি চড়ের আঘাত সহ্য করলেন রণবীর সিং

বিনোদন ডেস্ক : শুটিংয়ে অভিনয়ের খাতিরে অনেক কিছুই করতে হয় শিল্পীদের। সবকিছুর বিনিময়ে চরিত্রটা জীবন্ত করাই প্রধান লক্ষ্য থাকে তখন। তেমনি নিজের চরিত্রটিকে সঠিক রূপদান করতে নিজের নতুন সিনেমা ‘পদ্মবতী’র জন্য সহঅভিনেতার হাতে ২৪ বার চড় খেয়েছেন রণবীর সিং।

সঞ্জয় লীলা বানশালীর এই চলচ্চিত্রের একটি দৃশ্যে রণবীরকে চড় মারবেন সহঅভিনেতা রাজা মুরাদ। কিন্তু কিছুতেই দৃশ্যটা মনমত হচ্ছিলো না নির্মাতার। তাই তো ২৪ বার একই দৃশ্যে অভিনয় করতে হল রণবীর ও রাজা মুরাদকে। এদিকে বেচারা রণবীরকে সহ্য করতে হল ২৪টি চড়ের আঘাত। নিরবে সহ্য করা ছাড়া কিছুই করার ছিল না ও বলার ছিল না এই অভিনেতার।

‘পদ্মাবতী’র নাম ভূমিকার অভিনয় করেছেন দীপিকা পাড়ুকন, আলাউদ্দিন খিলজীর চরিত্রে রনভির সিং ও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রাজা রতন সিং এর চরিত্রে অভিনয় করছেন শহীদ কাপুর।

এ বছরের ১৭ নভেম্বর ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে