শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৫৪:৫৯

আমার রান্না করা গরুর পায়া শাকিবের ফেভারিট : অপু

আমার রান্না করা গরুর পায়া শাকিবের ফেভারিট : অপু

বিনোদন ডেস্ক : পর্দার জনপ্রিয় জুটি থেকে বাস্তব জীবনেও জুটি বেঁধেছেন শাকিব খান-অপু বিশ্বাস। ৭২টি চলচ্চিত্রে তারা জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। সিনেমার মতোই ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

তাদের ঘর আলো করে একবছর আগে এসেছে একটি পুত্রসন্তান। শুরুতে এই বিয়ের খবর সবার অজানা ছিল। পরবর্তীতে অপু বিশ্বাস নিজেই খবরটি ভক্তদের জানান।

দীর্ঘ নয় বছরের বিবাহিত জীবনে এবারই প্রথম ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোরবানি ঈদ কাটাচ্ছেন এই দম্পতি-তারকা। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমার ছেলে আব্রাহাম খান জয়ের এবারই প্রথম কোরবানির ঈদ। তাই ঈদটি আমি আনন্দের সঙ্গে পালন করতে চাই। আমরা পারিবারিকভাবেই আনন্দ উপভোগ করব।’

শাকিব খান কী খেতে পছন্দ করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাকিব গরুর পায়া খেতে পছন্দ করে। আমার হাতের গরুর পায়ার রান্না শাকিব বেশি পছন্দ করে। কারণ আমি একটু ভিন্নভাবে রান্না করি। এছাড়া ছেচা মাংস, আচারি গোশত- এগুলোও করি। এগুলো শাকিব নান রুটি দিয়ে খেতে পছন্দ করে।’

আপনি কী খেতে পছন্দ করেন?- এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস হেসে ওঠেন। তারপর নিজেকে সামলে নিয়ে বলেন, ‘আমি খাসির বট অনেক পছন্দ করি। এই আইটেম আমি অনেক যত্ন নিয়ে রান্না করি।’

শাকিব-অপু জুটির সর্বশেষ ‘রাজনীতি’ সিনেমাটি গত ঈদুল ফিতরে মুক্তি পায়। এছাড়া এ জুটির ‘পাংকু জামাই’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কবে লাগাত মুক্তি পাবে তাও এখনো জানা যায়নি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে