শনিবার, ০২ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৫১:৩২

সিনেমায় আসছেন শাহরুখ খানের মেয়ে সুহানা

সিনেমায় আসছেন শাহরুখ খানের মেয়ে সুহানা

বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে করণ জোহরের দোস্তির গল্প ভুবনময়। তারা একে অপরকে যেমন পছন্দ করেন, শ্রদ্ধাও করেন তেমনি। একজন বলিউডের পর্দায় রোমান্স কিং আর অন্যজন পেছনে। তাদের জুটির ছবি কালজয় হয়ে আছে।

এবার এক বন্ধুর হাত ধরে আরেক বন্ধুর কন্যা বলিউডে পা রাখছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। শোনা যাচ্ছে পরিচালক করণ জোহরের প্রযোজনা ও পরিচালনার ছবিতে কাজ করতে যাচ্ছেন শাহরুখের মেয়ে সুহানা।

ডিএনএ-র খবর অনুযায়ী, সম্প্রতি করণ জোহরের অফিসে যখন সুহানা গিয়েছিলেন, সেখানে প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট ছিলেন। আলাদা করে সুহানার ফটোশুট হয়েছে। সুহানা নাকি ক্যামেরার সামনে ভালভাবেই পারফর্ম করেছেন।

শাহরুখের পরিবারের দীর্ঘ দিনের বন্ধু করণ। তাই কিং খানের পরের জেনরেশনের অভিষেক করণের হাত ধরে হতেই পারে। কিন্তু শাহরুখ নিজে ছেলে-মেয়ের পড়াশোনাকে খুব গুরুত্ব দেন। আরিয়ানের বিষয়ে যত বার জল্পনা তৈরি হয়েছে, ততবারই শাহরুখ ছেলের পড়াশোনার বিষয়ে ফোকাস করতে বলেছেন।

তবে সুহানার বলিউডে এন্ট্রি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি শাহরুখ বা করণ।
এমটিনিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে