সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:১০:৫৪

শুনেছেন নাকি? 'সারে যাহা সে আচ্ছা'তে আমির খানের স্ত্রী প্রিয়াঙ্কা

শুনেছেন নাকি? 'সারে যাহা সে আচ্ছা'তে আমির খানের স্ত্রী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক :  আমির খান এবং প্রিয়াঙ্কা চোপড়া এবার একসংগে? তাও আবার দম্পতির ভূমিকায়। অবাক হলেন শুনে? না, সেরকম ভাবার কিছু নেই। রাকেশ শর্মার বায়োপিকে এবার পিগির সংগে দেখা যাবে আমির খানকে। সিনেমার নাম 'সারে যাহা সে আচ্ছা'।

শোনা যাচ্ছে, ওই সিনেমায় মহাকাশচারীর ভূমিকায় দেখা যাবে আমির খানকে। তবে এই মুহূর্তে রাকেশ শর্মার ওই সিনেমার কাজ কিছুই শুরু হচ্ছে না বলে জানা যাচ্ছে। ২০১৮-র মে মাসের আগে ফ্লোরে আসবে না বলেই গুঞ্জন শোনা যাচ্ছে বি টাউনে।

এর আগে বি টাউনের অনেকের সংগে পিগিকে দেখা গেলেও, আমির খানের সংগে এই প্রথম দেখা যাবে পিগিকে। অনুষ্কা শর্মার সংগে এর আগে আমির খানকে দেখা গেলেও, এই প্রথম বেওয়াচ অভিনেত্রীর সংগে দেখা যাবে পিগিকে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে