শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০১:৩৪:৫৮

জিৎ, দেব, শাকিব খানের মধ্যে কাকে এগিয়ে রাখলেন শুভশ্রী!

 জিৎ, দেব, শাকিব খানের মধ্যে কাকে এগিয়ে রাখলেন শুভশ্রী!

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় দুই নায়ক জিৎ এবং দেব।  দুজনেই ছবিই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।   তবে গত ঈদুল আযাহাতে দেবের মুক্তি পাওয়া ছবি চ্যাম্প ছিল ব্যর্থ।  ধারনা করা হচ্ছিল এই ছবি দিয়ে হারানো সম্রাজ্য ফিরে পাবেন দেব কিন্তু ফলাফল হয়েছে উল্টোটা।  

অন্যদিকে জিৎ এর বস ২ ছিল সফল ছবি।  এই ছবিতে জিৎ এর বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী।

কিন্তু জিৎকেও ছাড়িয়ে গিয়েছিল শাকিব খানের নবাব।  বলতে গেলে দুই বাংলার সব নায়কদেরই নবাব হয়ে গিয়েছিলেন
শাকিব।  কিন্তু এরপরও শ্রভশ্রীর কাছে সেরা নায়ক নয় শাকিব খান।  প্রথমে তো নেই এমনকি জিৎ, দেব, সোহমেরও পরে শাকিবে রেখেছেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে