শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৭, ০১:২৭:০৭

ঋতুপর্ণার সাথে জুটি করলেন আরিফিন শুভ

ঋতুপর্ণার সাথে জুটি করলেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক : শুরু হতে যাচ্ছে চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় আসন্ন সিনেমা ‘একটি সিনেমার গল্প’-এর শ্যুটিং। যেখানে চিত্রনায়ক আরিফিন শুভ’র বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনকে। আর আলমগীরের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা চম্পাকে।আগেই কথা ছিলো চিত্রনায়ক আলমগীরের নির্দেশনায় প্রথমবার অভিনয় করতে চলেছেন আরফিন শুভ।

আর এই ছবিতে তার বিপরীতে নায়িকা কে হচ্ছেন সেটা নিয়ে ছিলো নানা গুঞ্জন। প্রথমে পাওলি দাম ও পূর্ণিমার কথা শোনা গেলেও এবার জানা গেলো, আর কেউ নন ‘একটি সিনেমার গল্প’ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করবেন ঋতুপর্ণা সেন! ৯ সেপ্টেম্বর শনিবার দুপুর থেকে এফডিসিতে শুরু হবে শ্যুটিং।

শোনা গিয়েছিল ‘একটি সিনেমার গল্প’-এ আরো অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পূর্ণিমা। পরে তাদের স্থলাভিষিক্ত হন আলমগীর নিজেই ও চম্পা। ছবিতে শুভ ও ঋতুপর্ণাকে চিত্রতারকার চরিত্রে দেখা যাবে, আলমগীরের চরিত্র পরিচালকের।

আলমগীরের প্রযোজনা সংস্থা ‘আইকন এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে ‘একটি সিনেমার গল্প’ নির্মিত হচ্ছে। এর আগে নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া ও মায়ের আশীর্বাদ নামের পাঁচটি ছবি পরিচালনা করেন তিনি।‘একটি সিনেমার গল্প’-এর কাহিনী-সংলাপ-চিত্রনাট্যও আলমগীরের।

নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন পরিচালক শাহ আলম কিরণ।এরইমধ্যে এই সিনেমায় গান গেয়েছেন আলমগীরের মেয়ে ও কণ্ঠশিল্পী আঁখি আলমগীর এবং এসআই টুটুল। ‘তুমি আছ তাই’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে