বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৪৭:৫৭

‘আইটেম বোম্ব’ বুবলির নতুন বোমা

‘আইটেম বোম্ব’ বুবলির নতুন বোমা

বিনোদন ডেস্ক : ‘ইটটি মারলে পাটকেলটি খেতে হয়’ এই প্রবাদের মতোই প্রতিক্রিয়া পেলেন চিত্র নায়িকা শবনম বুবলি। অন্যকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর জবাব পেলেন বেশ আক্রমণাত্মকভাবে। গত শনিবার সন্ধ্যায় কারো নাম উল্লেখ না করে নিজের ফেসবুকে কঠোর সমালোচনামূলক একটি স্ট্যাটাস দেন। তবে অজ্ঞাত ওই মানুষটি তার প্রতিদ্বন্দ্বী (ব্যক্তিগত জীবনে) হিসেবে পরিচিত শাকিব খানপত্মী অপু বিশ্বাস বলেই ধারণা করছেন সবাই।

বুবলির ওই স্ট্যাটাসের কয়েক মিনিটের মধ্যেই ব্যঙ্গ করে কমেন্টস লেখেন চলচ্চিত্রের দুই উঠতি নায়িকা রোমানা নীড় ও বিপাশা কবির। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

রোমানা নীড় তার কমেন্টেসে লেখেন, ‘ওরে আমার শিক্ষিত আফারে। চোরের মায়ের আবার বড় গলা। আফা আপনার ব্যবহার দেখে বুঝতে পারছি আপনি কোন ফ্যামিলির মেয়ে।’

অন্য দিকে বাংলা চলচ্চিত্রের ‘আইটেম বোম্ব’ হিসেবে খ্যাত অভিনেত্রী বিপাশা কবির বুবলীর স্ট্যাটাসের নিচে লিখেছেন, আপা একাই শিক্ষিত, আমরা কিছু না। এই আপার মতো শিক্ষিত হওয়ার শখ নাই। এত বড় আর্টিস্টকে যে তুই বলতে পারে সে আবার কেমন শিক্ষিত। উনি হলো বড় মূর্খ।’

বিপাশা আরো লেখেন, ‘এইবার শিল্পী সমিতি কোথায়? এত বড় একজন আর্টিস্টকে অপমান করে কথা বলে। তারা কি কোনো পদক্ষেপ নেবে না? বহিষ্কার হবে না আমাদের শিক্ষিত আপা?’

শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে বুবলি লেখেন, ‘আমাকে নিয়ে আর কত ষড়যন্ত্র করবি? আর কত ক্ষতি করার চেষ্টা করবি? কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকি করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার-আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির। তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার রুচিও নেই, তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললে তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে তোর।’

স্ট্যাটাসে বুবলি আরো লেখেন, ‘আমার মনে হয় কিছু মানুষ জানে তোর ব্যাপারে যে, তুই আসলে কী? কোন যোগ্যতায় তুই আমাকে নিয়ে কথা বলিস? আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকিস? নিজেকে আলোচনায় রাখতে? ছোটলোক কোথাকার; তোর নাম উচ্চারণ করারও রুচি নেই।’

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তিনটি চলচ্চিত্রের দু’টিরই নায়িকা বুবলি। অহঙ্কার এবং রংবাজ নামের দু’টি ছবিতেই বুবলি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে