বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:১০:৩৮

‘ক্যামেরার পিছনে কী কী হয়, এ বার সেটাই দেখাব’

‘ক্যামেরার পিছনে কী কী হয়, এ বার সেটাই দেখাব’

বিনোদন ডেস্ক : সার্কাস মানে তার কাছে একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ, একটা ইমোশনাল রোলার কোস্টার। তিনি কলকাতার অভিনেত্রী পায়েল সরকার। মৈনাক ভৌমিকের 'চলচ্চিত্র সার্কাস'-এর অন্যতম বাজি পায়েল।

পায়েলের কথায়, ''শুটিং করতে গিয়ে ক্যামেরার পিছনে যা যা হয় সেটাও খুব এন্টারটেনিং। চলচ্চিত্র সার্কাসে ঠিক সেটাই দেখাব আমরা। এই যে এত গসিপ করি, তার কতটা সত্যি, কতটা নয় সেটাও বোঝা যাবে এই ছবিতে।''

এক ঝাঁক তারকা নিয়ে দুর্গা পুজার বক্স অফিসে আসছে মৈনাকের 'চলচ্চিত্র সার্কাস'। অভিনেতা, পরিচালক, অভিনেত্রী, সুরকার, ক্যামেরা পার্সন, স্পটবয় থেকে শুরু করে একটা ছবি তৈরি করার সব কারিগরকেই অনস্ক্রিন দেখবেন দর্শক।

পুরোটাই যেন একটা সার্কাস। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির গান। আপাতত অপেক্ষা ২২ সেপ্টেম্বর। দুর্গা পুজা উপলক্ষ্যে সে দিন পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে ছবিটি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে