বিনোদন ডেস্ক: পূজা আসছে। হাতে আর মাত্র কয়েকটা দিন। আর তার মধ্যেই স্লিমট্রিম হতে হবে তো? কিন্তু, হাজার চেষ্টা করেও কিছুতেই মেদ ঝরাতে পারছেন না। তাহলে উপায়?
পূজার আগেই যদি ‘পারফেক্ট ফিগার’ চান, তাহলে অবশ্যই চোখ রাখতে হবে সেলিব্রিটিদের ডায়েট চার্টের উপর। আর সেলেব ডায়েট চার্টে যদি থাকে মালাইকা অরোরা খানের টিপস, তাহলে তো আর কথাই নেই। বলিউডের এই হটি যেন এখনও দিশা, সারা, জাহ্নবীদের কুপোকাত করে দিতে পারেন।
৪৪-এও এখনও ‘হট’ মালাইকা। আরবাজ খানের সাবেক স্ত্রী ব্রেকফাস্টে কীসের উপর ভরসা করেন বলুন তো? ইডলি, পোহা, উপমার ওপরই নির্ভর করেন মালাইকা। দক্ষিণী কন্যা হওয়ায় মূলত দক্ষিণ ভারতের খাবার খেয়ে এতো সুন্দর 'পারফেক্ট ফিগার' তৈরি করেন মালাইকা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস