শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩৯:৫১

মমতার সাথে দূরত্ব বাড়ছে দেবের! তাহলে কি বিজেপিতে ঝুঁকছে দেব?

মমতার সাথে দূরত্ব বাড়ছে দেবের! তাহলে কি বিজেপিতে ঝুঁকছে দেব?

বিনোদন ডেস্ক : রাজনীতিতে তার অনীহা নিয়ে চর্চা রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। সেই কারণে কি দলীয় নেতৃত্বের রোষে পড়েছেন অভিনেতা-সাংসদ দেব? তৃণমূলের অন্দরে এই জল্পনা ক্রমশ ঘনীভূত হচ্ছে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে দেবের অনুষ্ঠান সম্প্রতি বাতিল করে দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে খবর, শাসকদলের শীর্ষনেতৃত্বের নির্দেশেই একেবারে শেষমুহূর্তে বাতিল হয়েছে ওই অনুষ্ঠান।

দলের একাংশের মতে, কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় শাসকদল বিজেপির সঙ্গে 'ঘনিষ্ঠতা'র কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দলের ছাত্র সংগঠনের যে অংশ এই অনুষ্ঠানের আয়োজক, তাদের কাছে এই 'ঘনিষ্ঠতা' এবং দলের অস্বস্তির বিষয়টি পৌঁছায়নি। ফলে অনুষ্ঠানের আয়োজনে অনেকটাই এগিয়েছিল তারা।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য সাংসদের সঙ্গে দলের দূরত্বের বিষয়টি মানতে চাননি। তার কথায়, ''দল বা আমি এ নিয়ে হস্তক্ষেপ করিনি। ছাত্র সংসদের তরফে অনুষ্ঠানের যে পরিকল্পনা করা হয়েছিল, তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপত্তি করেছেন। এই ঘটনার পিছনে অন্য কিছু নেই।''

তবে ছাত্র সংগঠনের এক নেতা এই ঘটনায় অস্বস্তির কথা মেনে নিয়েছেন। তার কথায়, ''দেব শুধুই একজন অভিনেতা নন। তিনি দলের সাংসদও। ফলে তার অনুষ্ঠান বাতিল হওয়ার কারণ নিয়ে গুঞ্জন চলছে।''

দেব বরাবরই মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ বলে জানা গেছে। তার প্রতি দলনেত্রীর অতিরিক্ত স্নেহের কথাও জানেন দলের শীর্ষস্তরের নেতারা। এই অবস্থায় তার অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত বার্তাবাহী বলে মনে করছেন দলের নেতারাও।

দলের অনেকেই মনে করছেন, নেত্রীর 'প্রিয়পাত্র' সম্পর্কে এই সিদ্ধান্তের পিছনে অন্য সমীকরণ রয়েছে। ঘাটালের সাংসদ দলের কোর কমিটির সর্বশেষ বৈঠকে হাজির থাকলেও দলের অভ্যন্তরীণ বিন্যাসে সম্ভবত গুরুত্ব কমেছে দেবের।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে