শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:২৯:২৩

একই সঙ্গে তিন নারীর সঙ্গে সম্পর্ক ছিল আমার : সঞ্জয় দত্ত

একই সঙ্গে তিন নারীর সঙ্গে সম্পর্ক ছিল আমার : সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক : তিনি যেন সব সময়ই বলিউডের 'ব্যাড বয়'দের দলে! কখনও ড্রাগ কাণ্ডে জেলে গিয়েছেন, কখনও নাম জড়িয়েছে বলি নায়িকাদের সঙ্গে। তিনি সঞ্জয় দত্ত। এ বার নিজেই মুখ খুললেন তার এক সময়ের ফ্ল্যামবয়েন্ট ইমেজ নিয়ে। শেয়ার করলেন বিভিন্ন রিলেশনশিপের কথাও।

সম্প্রতি ইন্ডিয়া টুডের একটি ইভেন্টে সঞ্জয় উপস্থিত ছিলেন। তার কাছে জানতে চাওয়া হয়, এক সময় নাকি দুই নায়িকার সঙ্গে সমান তালে প্রেম করতেন সঞ্জয়? অন্তত এমনটাই গসিপ ছিল বলিউডে। এ প্রশ্নের জবাবে খুব শান্ত ভাবে সঞ্জয় বলেন, ''না। বিষয়টা ঠিক নয়। দু'জন নয়, একই সঙ্গে তিন নারীর সঙ্গে সম্পর্ক ছিল আমার।''

সঞ্জয়ের এই সত্ স্বীকারোক্তিতে চমকে যান উপস্থিত সকলে। সে মুহূর্তে তার কাছে জানতে চাওয়া হয়, তিন জনকে কী ভাবে এক সঙ্গে সামলাতেন তিনি? মুচকি হেসে সঞ্জয় বলেন, ''একটু চালাক তো হতেই হবে। এক জনের সঙ্গে কী হচ্ছে সেটা অন্য জন জানলে হবে না।''
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে