শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১০:১৯:০৪

সমাজসেবামূলক কাজ করে ব্রিটিশ সংসদে সম্মানিত সালমান

সমাজসেবামূলক কাজ করে ব্রিটিশ সংসদে সম্মানিত সালমান

বিনোদন ডেস্ক: সমাজসেবামূলক কাজের জন্য ব্রিটিশ সংসদে '‍গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড-২০১৭'‍-তে সম্মানিত হলেন বলিউড অভিনেতা সালমান খান। ব্রিটিশ সাংসদ কিথ ভেজ, সালমানের হাতে এই পুরস্কার তুলে দেন।  মূলত, বিশ্বব্যাপী সালমানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘Being Human’-এর কাজের জন্যই অভিনেতাকে সম্মানিত করা হয়েছে।

'‍হিট অ্যান্ড রান' থেকে শুরু করে বিভিন্ন মামলায় নাম বহুবার নাম জড়িয়েছে সালমানের। অনেকেই তাঁকে বলিউডের '‍ব্যাড বয়'‍ হিসাবেই পরিচয় দিয়ে থাকেন। তবুও নানান ভালো কাজের জন্য সলমানের প্রতি মানুষের ভালোবাসা কিন্তু কমেনি।

বিভিন্ন সমাজসেবামূলক কাজে বরাবরাই সালমানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘Being Human’-এর অবদানের কথা বলতে গিয়ে কিথ ভেজ বলেন, ভারতীয় সিনেমায় সাফল্যের পাশাপাশি, সারাবিশ্বে সমাজসেবী হিসাবেও সুপরিচিত সলমান খান, এবং তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘Being Human’-বহু দুঃস্থ মানুষের জীবনই বদলে দিয়েছে। এই পুরস্কার তাঁকে সেই কাজে সম্মান জানাতেই তুলে দেওয়া হচ্ছে।  বিশ্বব্যাপী এশিয় তরুণদের কাছে সালমান এখন রোল মডেল।

'‍গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড-২০১৭'‍-তে সম্মানিত হওয়ার পর সালমান বলেন '‍'‍আমার বাবা বিশ্বাসই করবেন না ‌যে আমি এটা পেরেছি। তবে ‌যাঁরা আমায় এই ভালোবাসা ও সম্মান দিয়েছেন তাঁদের ধন্যবাদ।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে