শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৫১:৩৬

পুজা নিয়ে উৎসাহটাও কোথায় যেন হারিয়ে গেছে : দেব

পুজা নিয়ে উৎসাহটাও কোথায় যেন হারিয়ে গেছে : দেব

বিনোদন ডেস্ক : ছোট বেলায় নতুন জামাকাপড় বা নতুন জুতা পরার উৎসাহ ছিল। এখন আর সেটা নেই। সারাবছর তো সেসব পরা হয়ে যায়। তাই পুজা নিয়ে আলাদা করে ভাবার সময় নেই। উৎসাহটাও কোথায় যেন হারিয়ে গেছে, বললেন দেব।

পুজাতে মুক্তি পাচ্ছে তার প্রযোজিত ও অভিনীত ককপিট। ফলে পুজাতেও কাজের বাইরে থাকছেন না। আর পাঁচটা দিনের মতোই কাটবে। ছবি কেমন ব্যবসা করল, দর্শকদের কেমন লাগল এসব নিয়ে ব্যস্ত থাকবেন। ঠাকুর দেখতে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। ফলে ফ্যাশন, পুজার কেনাকাটা বা পোশাক নিয়ে প্রশ্নই আসছে না।

খাওয়া দাওয়া নিয়ে এই অভিনেতা বলেন, ‘যা ইচ্ছা তাই। খাওয়া দাওয়া নিয়ে সেরকম স্পেশ্যাল কোনও ইচ্ছা বা অনিচ্ছা নেই।’

পুজার পরিকল্পনা নিয়ে দেব বলেন, চ্যাম্প ছবির পর থেকে একদিনের জন্যও বিশ্রাম পাননি। টানা ৭-৮ মাস কাজ করে চলেছেন। তাই পুজার চার-পাঁচটা দিন বাড়িতে থাকবেন, ঘুমোবেন। বাড়ি থেকে বেরোবেন। তবে, ঠাকুর দেখার জন্য নয়। যাবেন প্রেক্ষাগৃহে। কেমন চলছে তার সিনেমা, দেখে আসবেন। দর্শকদের সঙ্গে কথা বলবেন।  
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে