রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৪৬:৪৯

যে বলিউড অভিনেত্রীরা বেশি বয়সে বিয়ে করেছেন

যে বলিউড অভিনেত্রীরা বেশি বয়সে বিয়ে করেছেন

১. প্রীতি জিনতা ৪১ বছর বয়সে বিয়ে করেন তাঁর মার্কিন বয়ফ্রেন্ড জিন গুডএনাফকে।

২. ঐশ্বরিয়া রাই বচ্চন সালমান খান ও বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কের পরে বচ্চন জুনিয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ৩৪ বছর বয়সে।

৩. বলিউডের বাঙালি অভিনেত্রী রানি মুখোপাধ্যায় ৩৫ বছর বয়সে বিয়ে করেন প্রযোজক আদিত্য চোপড়াকে।

৪. বঙ্গললনা ও সুপারমডেল বিপাশা বসু অনেক বছর সম্পর্কে ছিলেন অভিনেতা জন আব্রাহামের সঙ্গে। তার পরেও বেশ কয়েকজনের সঙ্গে নাম জড়ায় তার। অবশেষে ৩৭ বছর বয়সে বিয়ে করেন টেলি-স্টার করণ সিংহ গ্রোভারকে।

৫. ‘সিঙ্গল মাদার’ হয়ে মেয়েকে একাই বড় করেছেন প্যারালেল সিনেমার অভিনেত্রী নিনা গুপ্ত। শেষে ৬০ বছর বয়সে নিজে বিয়ে করেন।

৬. রিয়া সেন সাংসদ মুনমুন সেনের ছোট মেয়ে হঠাৎই একদিন বিয়ে কের ফেললেন তার বয়ফ্রেন্ড শিবম তিওয়ারিকে। বর্তমানে তাঁর বয়স ৩৬।

৭. ঊর্মিলা মাতোন্ডকর ৪২ বছর বয়সে বিয়ে করেন তাঁর থেকে প্রায় ৯ বছরের ছোট এক কাশ্মীরি ব্যবসায়ীকে।

৮. বিদ্যা বালান অন্যান্য অভিনেত্রীর তুলনায় বলিউড প্রবেশ করেন বেশ দেরিতে। এবং বিয়েও করেন একটু দেরিতে, ৩৫ বছর বয়সে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে