রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩৭:৫৯

১০ দিনে ৫০ লাখ 'বড় ছেলে'!

 ১০ দিনে ৫০ লাখ 'বড় ছেলে'!

বিনোদন ডেস্ক : ঈদে চ্যানেল নাইনে প্রচারের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বড় ছেলে’। এবার ইউটিউবেও রেকর্ড গড়ল নাটকটি। গত ৫ সেপ্টেম্বর সিডি চয়েসের ইউটিউব চ্যানেল ‘সিডি চয়েস ড্রামা’য় নাটকটি উন্মুক্ত করা হয়।

১৫ সেপ্টেম্বর এটি ৫০ লাখ ভিউয়ার পূর্ণ করে, গতকাল দুপুরে যা ছিল ৫২ লাখ ৩০ হাজার। বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো নাটক ইউটিউবে ৫০ লাখ ভিউয়ার পায়নি। তা-ও আবার মাত্র ১০ দিনে! নাটকটি দেখে লাইক দিয়েছে দেড় লাখ মানুষ। আর এতে কমেন্ট পড়েছে প্রায় ৩০ হাজার।

এমন সাফল্যে উল্লসিত সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল। বলেন, ‘বাংলাদেশে এর আগে কোনো নাটক এমন নজির স্থাপন করতে পারেননি। আমার অনুভূতি এককথায় অসাধারণ! আমি মনে করি, এর ফলে অন্যরাও অনুপ্রেরণা পাবেন। তাঁরাও চাইবেন তাঁদের নাটক এমনি করে দর্শকের মাঝে ছড়িয়ে যাক।'

‘বড় ছেলে’র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। আবহসংগীত এবং গানটি তৈরি করেন সাজিদ সরকার।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে