সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:০৪:২৯

নিজের চোখে দেখে আসলাম মানুষের অসহায়ত্ব: ওমর সানি

নিজের চোখে দেখে আসলাম মানুষের অসহায়ত্ব: ওমর সানি

বিনোদন ডেস্ক: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমাদের মা-বোনরা যখন ভারতে অবস্থান করছিল, তখন তারা কী রকম মানবেতর জীবনযাপন করেছিল আজ এখানে এসে আমি তা অনুভব করছি। এখানে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে এসেছে। আমরা এসেছি তাদের পাশে দাঁড়াতে।- সম্প্রতি বাংলাদেশের টেকনাফ সীমান্তে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে কথাগুলো বলছিলেন চিত্রনায়ক ওমর সানি। আর এবার সেখান থেকে ফিরে এসে তিনি বললেন-

৭১, এর যুদ্ধ আমি ভালোভাবে দেখিনি,শুনেছি গনহত্যার কথা। ধিক্কার জানাই পাকিস্তানকে। নিজের চোখে দেখে আসলাম মানুষের অসহায়ত্ব আর ক্ষুধা কাকে বলে, আসলে আমার কোন ভাষা নেই বলার। আমাদের দেশে প্রায় বিশ কোটি মানুষ। এই বিশ কোটি মানুষ থেকে যদি সামর্থবান দুই লক্ষ মানুষ সাহায্যর হাত বাড়াই তাহলে কিন্তু রোহিঙ্গাদের কষ্ট অনেকটা লাঘব হয়। আমি তাদের সাথে কথা বলে একটা জিনিস জানতে পারলাম, আরাকানের মুসলিম বাসিন্দাদের বাহক হলো পবিত্র কোরআন, আর হিন্দুদের গীতা।

এবার আমার কথায় আসি, আমার বন্ধু হেলেনা জাহাঙ্গীর'কে আমার ও মৌসুমীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। হেলেনা তুমি অসহায় মানুষের জন্য করে যাও, সমাজের জন্য করে যাও, মহান আল্লাহ তোমাকে দেখবেন। আমরা কিন্তু কোন ধনসম্পদ, টাকা পয়সা কবরে নিয়ে যেতে পারবো না, সাথে যাবে শুধু আমল। জয়হোক "জয়যাত্রা ফাউন্ডেশনের"।

আরেকটা কথা বলি, আপনারা যারা রাজনীতি ও বিভিন্ন দল করেন আপনারা আমাদেরকে মনের গভীরে রাখবেন, নিদৃষ্ট কোন দলে রাখবেন না, আমাদেরকে রাজনীতির বাইরে রাখবেন। আমরা সব দলের, সব মানুষের। এ দেশ ও দেশের মানুষ আমাদের।

সব শেষ কথা, দেশে শান্তি থাকুক, শান্তিকে থাকুক দেশের প্রতিটি মানুষ।
"জয় হোক আমাদের চলচ্চিত্রের"
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে