বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদারের মিউজিক ভিডিও 'নেশা' এর বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়ার কয়েক দিন পর অভিযোগে মামলা হয়েছে।
রোববার ঢাকার একটি আদালতে সুপ্রিমকোর্টের আইনজীবী খন্দকার নাজমুল আহসান বাদী গয়ে কুসুম সিকদারসহ আরো ছয়জনকে আসামি করে মামলা করেন।
অভিযোগের বিরুদ্ধে কুসুম সিকদার বলেন, গানটিতে কোনো শয্যাদৃশ্য কিংবা চুম্বনের দৃশ্য নেই। তবে মিউজিক ভিডিওতে সুইমিং পুলের দৃশ্য কিংবা কয়েকটি স্বাভাবিক অন্তরঙ্গ দৃশ্য থাকলেও সেগুলোকে অশ্লীল অথবা বেআইনি হয়েছে বলে তিনি মনে করেন না।
মিউজিক ভিডিওটির গান লিখেছেন ও গেয়েছেন কুসুম সিকদারের নিজেই। তিনি মনে করেন, বাংলাদেশের আইন মেনেই গানের দৃশ্যায়ন বা শুট করা হয়েছে। নিয়ম মেনেই সেটি ইউটিউবের বঙ্গবিডি নামে চ্যানেলে প্রচার করা হয়েছে।
মামলার বিষয়ে এখনো আদালতের কোনো নোটিশ পাননি বলেও জানান এই অভিনেত্রী। কুসুম বলেন, এর আগে লিগ্যাল নোটিশ পেয়ে আইনজীবীর মাধ্যমে জবাব দিয়েছিলেন। এখন যেহেতু মামলা হয়ে গেছে, ফলে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন তিনি।
মামলার বাদী আইনজীবী খন্দকার নাজমুল আহসান বলেছেন, মিউজিক ভিডিওটিতে অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয়ভাবে রগরগে দৃশ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের অশ্লীল ভিডিও তৈরি এবং প্রকাশনা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।-বিবিসি
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস