সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:২৭:৫৩

তিন মাস না যেতেই ঘর ভাঙলো সংগীতশিল্পী মিলার

তিন মাস না যেতেই ঘর ভাঙলো সংগীতশিল্পী মিলার

বিনোদন ডেস্ক : চলতি বছর সংগীত তারকা হাবিব ওয়াহিদ ও তাহসানের সংসার ভেঙেছে। এবার সেই তালিকায় যোগ হলেন পপ তারকা মিলা। এরই মধ্যে সংসার ভাঙনের বিষয়টি খোদ মিলা জানিয়েছেন মিডিয়াকে।

খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণাও দেবেন তিনি। টানা ১০ বছর প্রেমের পর বৈমানিক পারভেজ সানজারিকে বিয়ে করেন মিলা। কিন্তু বিয়ের পরপরই মনোমালিন্য শুরু হয় দুজনের মধ্যে। প্রায়ই ঝগড়া হতো দুজনের।

এদিকে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সম্পর্কে টানাপোড়েন চলছিলো তার। মূলত মানসিকতা মিলছিলো না তাদের। এ কারণে অশান্তি শুরু হয় সংসারে। চলতি বছরের মে মাসে বিয়ে হয়েছিল। তিন মাস না যেতেই ইতি টানছেন সেই সম্পকের।

মিলা এ বিষয়ে বলেন, কোন মেয়েই চায় না তার ডিভোর্স হোক। কিন্তু আমার আর কিছু করার নেই। কিন্তু আমাদের মানসিক এতটাই টানাপোড়েন চলছে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম। জোর করে লোক দেখানো সম্পর্ক টিকিয়ে রাখলে হয়তো ভবিষ্যতে আরও খারাপের দিকে যেতে পারে। যে গানের জন্য আমি মিলা হয়েছি সে গান নিয়েই তার নানা সমস্যা। আমি গায়িকা মিলাকে বাঁচিয়ে রাখতেই এ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে