বিনোদন ডেস্ক: আজ থেকে ৬ বছর আগে মানে ২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘বাহুবলী’ তারকা প্রভাসের ছবি ‘মিস্টার পারফেক্ট’। সেই ছবিতে প্রভাস ছাড়াও অভিনয় করেছিলেন কাজল আগরওয়াল এবং তাপসী পান্নু। ছবিটি পরিচালনা করেছিলেন দশরথ এবং প্রযোজনা করেন দিল রাজু। ছয় বছর পর সেই ছবি নিয়ে সমস্যা তৈরি হল।
ভারতীয় শীষ স্থায়ীয় একটি পত্রিকার খবর, মিস্টার পারফেক্ট’ ছবির গল্প চুরির দায়ে প্রযোজক দিল রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঔপন্যাসিক শ্যামল রানি অভিযোগ করেছেন যে, ২০১১ সালে মুক্তি পাওয়া ছবি ‘মিস্টার পারফেক্ট’-এর সঙ্গে তাঁর উপন্যাস ‘না মানাসু নিন্নু কোরে’-র অনেক মিল রয়েছে। এবং উপন্যাসটি ২০১০ সালে প্রকাশিত হয়। ঔপন্যাসিক শ্যামল রানি তাই ‘মিস্টার পারফেক্ট’ ছবির পরিচালক এবং প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস