বিনোদন ডেস্ক:১৯ সেপ্টেম্বর তারিখটি বলিউড বাদশাহ শাহরুখ খানের কাছে মোটেও সুখকর নয়। কেননা এই দিনে নিজের বাবাকে হারিয়েছিলেন তিনি। সেসময় তার বয়স ১৫ বছর পার না হলেও বাবার উজ্জ্বল স্মৃতি তার মনে।
এই উপলক্ষে ১৯ সেপ্টেম্বরে কিং খান শোকগাঁথা লিখেছেন সামাজিক মাধ্যমে। তিনি বলেন, নিজের সন্তানদের জন্য হলেও আরো বেশি দিন বাঁচতে চান।
‘১৯ সেপ্টেম্বর এলেই মনে হয় আমি যেন আমার বাবার মতো অল্প বয়সেই আমার সন্তানদের ছেড়ে না যাই।’ তারা একটা চিন্তামুক্ত শৈশব কাটাক।
একজন আদর্শ বাবা হিসেবে শাহরুখ নিজেও রীতিমত আইডল। শাহরুখ আর গৌরি দম্পত্তির ঘর আলো করে আছেন তিন তিনটি সন্তান। বড় ছেলে আরিয়ান খান, আদরের মেয়ে সুহানা খান আর সবচেয়ে পুঁচকে আবরাম।
উল্লেখ্য, খুব অল্প বয়সেই বাবাকে হারিয়েছিলেন শাহরুখ। তার বাবা তাজ খানের ট্রান্সপোর্ট কোম্পানির ব্যাবসা ছিল।
শাহরুখ খানের টুইটার থেকে
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি