বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৫৯:০৫

৬ ‌যুবককে বাসা ভাড়া দিয়ে উমা বৌদির রসালো প্রেমের ঝড়!

৬ ‌যুবককে বাসা ভাড়া দিয়ে উমা বৌদির রসালো প্রেমের ঝড়!

বিনোদন ডেস্ক: দেওরদের সঙ্গে প্রেম করতে সেপ্টেম্বরের শেষ দিকেই এসে হাজির হবেন তাঁদের উমা বৌদি। আর সেটা নিয়েই নেট দুনিয়ায় এখন বেশ চর্চায় রয়েছে এসভি এন্টারটেইনমেন্ট-এর আপকামিং ওয়েব সিরিজ '‍দুপুর ঠাকুরপো'। এসভিএফএর ডিজিট্যাল প্ল্যাটফর্ম '‍হৈচৈ'-এ উমা বৌদির অবতারে আসছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

বাংলা, বাঙালি সংস্কৃতির মধ্যে ঠাকুরপো-বৌদির প্রেমটা বরাবরই মধুর। আর তাই দেওর-বৌদির প্রেমের রসালো উপাচারেই ওয়েব সিরিজ বানাচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচা‌র্য। ‌যেখানে নাকি উমা বৌদির বোল্ড অবতারে ঠাকুরপোদের হৃদয়ে ঝড় তুলবেন স্বস্তিকা।

গল্পের পটভূমি উত্তর কলকাতা। সেখানকার এক দাদা বিয়ে করে বাড়িতে তোলেন সুন্দরী কমবয়সী উমাকে। আর বাড়ির নিচের তলায় বাসা ভাড়া দেন ৬ ‌যুবককে। আর এরপরেই জমে ওঠে উমা বৌদির সঙ্গে তার ঠাকুরপোদের প্রেম। কীভাবে সেই প্রেম জমবে তারই ইঙ্গিত মিলেছে সদ্য মুক্তি প্রাপ্ত '‍দুপুর ঠাকুরপো'র মিউজিক্যাল প্রোমোয়।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে