বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:২৪:০৩

হৃদ্‌রোগে আক্রান্ত ডিপজল: অবস্থা গুরতর, নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

হৃদ্‌রোগে আক্রান্ত ডিপজল: অবস্থা গুরতর, নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

বিনোদন ডেস্ক: ঢালিউডের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। তার ফুসফুসে পানি জমেছে। অবস্থা গুরতর হওয়া আজ বিকেলে ডিপজলকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

বুধবার তিনটায় ডিপজলকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা দেবে। তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন স্ত্রী জবা ও মেয়ে অলিজা মনোয়ার।

গতকাল মঙ্গলবার বিকেলে বাসায় অসুস্থ হয়ে পড়েন ডিপজল। এরপর তাকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটিতে (সিসিইউ)  ভর্তি কর হয়। তিনি ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
এমটিনিউজ২৪ ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে