বিনোদন ডেস্ক : আগামী ২৬ তারিখ থেকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গা পুজা শুরু হচ্ছে। গতকাল মহালয়ের মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়েছে। কলকাতা শহরে এখন পুজার আমেজে মজে উঠেছে। শহরের বিভিন্ন মন্দিরে পুজা উদ্বোধন শুরু হয়েছে।
আজ বুধবার কলকাতা শহরের নাকতলা উদয়ন সঙ্ঘের পুজা উদ্বোধন হলো। এই উদ্বোধন অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান৷ দুইজনই এক সঙ্গে উদয়ন সঙ্ঘের পুজা উদ্বোধন করেন।
উল্লেখ্য, একবছর পর বড়পর্দায় আসছেন জয়া আহসান। সারাদেশে পাঁচটি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে আকরাম খানের পরিচালনায় তার অভিনীত চলচ্চিত্র ‘খাঁচা’। ১৯৪৭ সালে দেশভাগের ওপর ভিত্তি করে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক রচিত ‘খাঁচা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটির সহ প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের হঠাৎ সিদ্ধান্তে আসছে ২২ সেপ্টেম্বরেই মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি। ১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ববঙ্গের হিন্দু পরিবারগুলোর ভারতে পাড়ি জমানোর গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি।
সারাদেশের পাঁচটি সিনেমা হলে চলচ্চিত্রটি প্রাথমিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ঢাকার বাইরে ‘ছায়াবানী’, ‘লিবার্টি সিনেপ্লেক্স’ ও সিরাজগঞ্জের ‘মমতাজ’ ছাড়াও মুন্সিগঞ্জের একটি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।
এমটিনিউজ/এসএস