বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩৪:২৮

মামলার স্বীকার শ্রদ্ধা কাপুর

মামলার স্বীকার শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক: শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন ছবি "হাসিনা পার্কার"। কয়েক দিন পরেই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু এ কী? ছুবিটি মুক্তির আগেই ফৌজদারি মামলার স্বীকার হলেন এই অভিনেত্রী। ফ্যাশন ব্যান্ড "এম এ্যান্ড এম ডিজাইনস" তার বিরুদ্ধে মুম্বাইয়ের একটি আদালতে মামলা করেছেন। শ্রদ্ধার বিরুদ্ধে প্রতিষ্ঠানটি প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের করেছেন। আর আদালত দায়ের করা মামলাটি আমলে নিয়েছেন।

মামলার শুনানি আগামী ২৬ অক্টোবর ধার্য করা হয়েছে।  "হাসিনা পার্কার" ছবিতে "এম এ্যান্ড এম ডিজাইনস" সকল পোশাকই সরবরাহ করেছেন।  চুক্তিনুযায়ী পোশাক সরবরাহ'র জন্য কোনো অর্থ দেওয়া হবে না।  আর সে জন্য ছবিতে, ছবির ট্রেইলর এবং ছবির সকল ধরনের প্রচারণায় ফ্যাশন ব্যান্ডটির নাম ব্যবহার করা হবে।  কিন্তু ছবির প্রযোজক ও নায়িকা শ্রদ্ধা কাপুর চুক্তিনুযায়ী তা করেননি।  সে জন্য চুক্তি ভঙ্গের কারণে "এম অ্যান্ড এম ডিজাইনস" মামলা করেছেন।

মামলা প্রসঙ্গে শ্রদ্ধার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।  "হাসিনা পার্কার" ছবিটির গল্প মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের জীবনী অবলম্বনে করা হয়েছে।  আর ছবিতে মাফিয়া ডনের বোনের চরিত্রে শ্রদ্ধা কাপুর অভিনয় করেছেন।  "হাসিনা পার্কার" ছবিটি আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।
এমটিনিউজ২৪ ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে