বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৫:০৪

শুটিং না থাকায় অবসরে কী করছেন বুবলি?

শুটিং না থাকায় অবসরে কী করছেন বুবলি?

বিনোদন ডেস্ক: মাত্র এক বছরের ক্যারিয়ারে দর্শকদের দিয়েছেন জনপ্রিয় বেশ কিচু ছবি। তার মধ্যে "বসগিরি", "শুটার", "অহংকার" ও "রংবাজ"।
শাকিব ও অপু জটির পর বর্তমানে ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব ও বুবলি।

 তারা দুজনেই বেশ আলোচিত জুটিও বটে।  "চিটাগাইংগা পোয়া নোয়াখাইল্লা মাইয়া" ছবিটি বর্তমানে হাতে রয়েছে।  আরও এক মাস সময় লাগবে ছটিরি শুটিং শুরু হতে।  

এ সময়টাকে বুবলি অবহেলা অপচয় না করে কাজে লাগাতে চান। সে জন্যই বুঝি পড়াশোনায় এত ব্যস্ত হয়ে পড়েছেন বুবলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুবলি এমবিএ তেভর্তি হয়েছেন। শুটিংয়ের কারণে তাকে একটি সেমিস্টার ড্রপ দিতে হয়েছে। ড্রপ দেওয়া সময়টুকু কাটিয়ে উঠার জন্যই বুবলি পড়াশোনা নিয়ে সকাল সন্ধা ব্যস্ত।

বুবলি জানিয়েছেন, এখন পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টশন নিয়ে ব্যস্ত। তিনটা সেমিস্টার বাকী আছে আমার। শুটিং নাথাকলে অনেক আগেই আমি কোর্সটা শেষ করতে পারতাম। এখন তো আর শুটিং নেই।  তাই সেই ফাঁকে পড়াশোনা একটু এগিয়ে রাখার চেষ্টা করছি।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে