বিনোদন ডেস্ক: জীবনে কঠিন সময় পার করেছি। শো থেকে নিয়মিত বাদ পড়েছি, এই আমাকে বিজ্ঞাপনে নেয়া হলো তো কিছুক্ষণ পরই আরেকজনকে আমার জায়গায় দেয়া হলো। এসবই খুব বেশি ঘটেছে আমার সঙ্গে।
জানালেন আনুশকা বেশির ভাগ অভিনেতা-অভিনেত্রীকেই নিজেকে বারবার প্রমাণ করে এগিয়ে যেতে হয়েছে। প্রথম সারির এমন অনেক তারকা রয়েছেন, যারা নিজেকে উতরে নেয়ার এমন গল্প রীতিমতো সংবাদ সম্মেলন করে প্রচার করেছেন। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন অভিনেত্রী আনুশকা শর্মা। অনেকেই হয়তো ভেবে নিয়েছেন, আনুশকা কোনো প্রতিবন্ধকতা ছাড়াই হেসে-খেলে আজকের এ অবস্থানে এসে পৌঁছেছেন। এতদিনের ভাবা তাদের ভাবনাটি এবার ভুল প্রমাণ করলেন এ অভিনেত্রী স্বয়ং।
আনুশকা এই প্রথমবারের মতো অকপটে স্বীকার করলেন, মাত্র ১৫ বছর বয়স থেকেই প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। ‘আপনার গল্পগুলো যথার্থ সফল গল্পের মতোই। কখনো প্রত্যাখ্যাত হননি? এমন প্রশ্নে এ অভিনেত্রীর উত্তর ছিল, ‘১৫ বছর বয়সেই আমি প্রত্যাখ্যানের মুখোমুখি হই।
প্রয়োজন মনে করিনি, তাই এ নিয়ে আমি কখনো কিছু বলি না।
কিন্তু আমি শো থেকে নিয়মিত বাদ পড়েছি, এই আমাকে বিজ্ঞাপনে নেয়া হলো তো এরপরই আরেকজনকে আমার জায়গায় নেয়া হলো। এসবই খুব বেশি ঘটেছে আমার সঙ্গে। আবার ওই বয়সেই জবাবদিহির মুখোমুখি হতে হবে, তোমাকে দেখতে কেমন দেখাবে, সেটার সঠিক মূল্যায়ন নিজেকেই করতে হবে— এমনসব কথা মানসিকভাবে আমাকে বেশ বিপর্যস্ত করেছে। এটা আত্মসম্মানবোধে লাগার মতোই ব্যাপার।
এগুলো আমাকেই মোকাবেলা করতে হয়েছে। এতদিন কেন এ কথাগুলো বলেননি? আমাকে বিষয়টি নিয়ে কেউ জিজ্ঞাসা না করা পর্যন্ত এগুলো নিয়ে কোনো ফাঁপানো গল্প বলতে চাইনি। নিজের এরকম ইমেজ দাঁড় করাতে চাইনি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস