শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৪১:০৮

সিঙ্গাপুরেও ভালো নেই ডিপজল, বাবার জন্য আবারও দোয়া চাইলেন মেয়ে

সিঙ্গাপুরেও ভালো নেই ডিপজল,  বাবার জন্য আবারও দোয়া চাইলেন মেয়ে

স্পোর্টস ডেস্ক: হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুরে আছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। কিন্তু সেখানেও ভালো নেই তিনি। বাবার এই শারীরিক অসুস্থতার এই সময়ে দেশাবাসীর কাছে দোয়া চাইলেন তার মেয়ে ওলিজা মনোয়ার।

মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডিপজল। তড়িঘড়ি করে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে ভর্তি করানো হলে অবস্থার খুব একটা পরিবর্তন না হওয়ায় দ্রুতই বুধবার সন্ধ্যায় সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে নামকড়া হাসপাতালে ভর্তি আছেন। তার সঙ্গে রয়েছেন একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার।

সিঙ্গাপুর থেকে মোবাইল মেসেঞ্জারে বাবার শারীরিক অবস্থার কথা জানিয়ে ওলিজা বলেন, এই মুহূর্তে বাবা খুব একটা ভালো নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।  

এরআগে মঙ্গলবার হঠাৎ করেই হার্টে সমস্যা দেখা দেয় ডিপজলের। ফুসফুসেও পানি জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এমন খবরই জানিয়েছিলেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।  
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে