শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:০১:৪৯

মাঝ আকাশে বিপদগ্রস্ত বিমানকে কি বাঁচাতে পারলেন 'ককপিট'-এর দেব ?

মাঝ আকাশে বিপদগ্রস্ত বিমানকে কি বাঁচাতে পারলেন 'ককপিট'-এর দেব ?

বিনোদন ডেস্ক :  ইদের পর এবার পুজোর মরশুমে ফের একবার দেবের ছবি। উৎসবের মরশুমে পুরনো ইমেজ ঝেড়ে এক্কেবারে নয়া অবতারে টলিউডের এই সুপারস্টার। 'গুরু' দেবকে দেখতে , সকাল থেকেই বিভিন্ন সিনেমা হল-এ ভিড় জমাচ্ছেন দেবের গুণমুগ্ধরা।

কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে শুধু অভিনয় নয়, প্রযোজনার দায়িত্বভার নিয়েছেন দেব। 'চাঁদের পাহাড়'-এর পর ফের একবার দেব-কমলেশ্বর জুটিকে পাওয়া যাবে এই ছবিতে। মাঝ আকাশে বিপদগ্রস্ত বিমানকে কি বাঁচাতে পারলেন 'ককপিট'-এর দেব ?

কলকাতা থেকে মুম্বইগামী এক বিমানের জরুরী অবতরণ ও তার নেপথ্যের কাহিনি নিয়ে ছবি 'ককপিট'। ছবিতে প্লেনের ককপিটে-র এক সত্যি ঘটনাকে তুলে ধরা হয়েছে। এই ফিল্মে ক্যাপ্টেন দিব্যেন্দু রক্ষিতের ভূমিকায় অভিনয় করছেন দেব। গেবের রিয়্যাল লাইফ বান্ধবী রুক্মিনী মৈত্র অভিনয় করছেন কীর্তি সচদেব নামের এক বিমানসেবীকার ভূমিকায়। দিব্যেন্দু রক্ষিতের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করছে কোয়েল মল্লিক।

দেব অবশ্যই এই ছবির ইউএসপি। তবে টলিউডের এই সুপারস্টারের সঙ্গে বিশেষ ভূমিকায় ছবিতে রয়েছেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। ছবিতে কোয়েল মল্লিক অত্যন্ত পরিণত অভিনেত্রী হিসাবে নিজেকে তুলে ধরেছেন। অন্যদিকে রুক্মীনি মৈত্রকে এই ছবিতে অভিনয়ের দিক থেকে বেশ দুর্বল মনে হয়েছে।

পুজোর মরশুমে 'ইয়েতি অভিযান' ও 'ককপিট'-এর বক্স অফিসের যুদ্ধের নেপথ্যে যদি প্রসেনজিৎ বনাম দেবের লড়াই থাকে, তাহলে এই লড়াইতে সমান তালে সামিল পরিচালক সৃজিত এবং কমলেশ্বর মুখোপাধ্যায়ও। পরিচালক হিসাবে ছবির গল্পের বুনোট সাজাতে কোনও কসরৎ ছাড়েননি পরিচালক। নিখুঁতভাবে গোটা ছবিতে নিজের পরিচলনা দক্ষতার বুদ্ধিদীপ্ত পরিচয় দিয়েছেন কমলেশ্বর।

ছবিতে বেশ কিছু জায়গায় প্রযুক্তির ব্য়াবহার করা হয়েছে। যা অনেক ক্ষেত্রেই অতি নাটকীয়তার সামিল বলে মনে হয়েছে। প্রযুক্তির ব্যবহার দিয়ে ছবি সাজালেও, তা অনেক কটি দৃশ্যে মানানসই লাগেনি।

ভালো মন্দ যেমনই হোক ইতিমধ্যেই ছবির 'কলকাতার রসগোল্লা' গানটির রিমিক্স ভার্সান বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এছাড়াও অরিন্দম চট্টোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় 'মিঠে আলো' গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

পুজোর মরশুমে, উৎসবের আমেজে হালকা মেজাজের কোনও মনোরঞ্জন মূলক ছবি দেখতে হলে উইকেন্ডে পৌঁছে যেতে পারেন ' ককপিট' দেখতে। ছবির গল্প আকর্ষণীয় হলেও তার মোড়কে বেশ কিছু সমস্য়া রয়েছে। --ওয়ান ইন্ডিয়া

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে