শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৫১:৪০

সাহায্যের হাত বাড়িয়ে দিতেন কোয়েল মল্লিক

সাহায্যের হাত বাড়িয়ে দিতেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক: চ্যাম্প" ছিল তার প্রথম ছবি।  মডেলিং থেকে অভিনয়ে আসা রুক্মিণী মৈত্র সেখানেই সবার নজর কেড়েছিলেন।  শুক্রবার তার দ্বিতীয় ছবি "ককপিট" মুক্তি পাচ্ছে।  তার পাশে তো দবে রয়েছেনই।  তাদের দুজনের জুটির সাথে কোয়েল মল্লিকও রয়েছেন।  

এজন্য দর্শক দেব ও কোয়েল জুটিরও পারফরম্যান্স দেখতে পাবেন। আচ্ছা, কোয়েলকে নিয়ে কী তাহলে কোনো কম্পিটিশন রয়েছে? রুক্মিণী অন্ডাল বিমানবন্দরে "ককপিট"র মিউজিক লঞ্চে বলেন, কোনো কম্পিটিশন নয়।  যখন আমি নার্ভাস হতাম কোয়েলতখন আমাকে সাহায্য করত। ভালো হচ্ছে ভালো হচ্ছে বলত

রুক্মিণী অনেকটা কনফিডেন্ট তার দ্বিতীয় ছবিতে।  রুক্মিণী আরও জানায়, এর বিষয় একটাই আলাদা যা আমাকে অধিকতর কনফিডেন্স যোগিয়ে দিয়েছে।
 
দেব অভিষেক ছবিতে অভিনয়ের বিষয়ে টিপস দিতেন।  প্রয়োজনে শাসনও করতেন।  কিন্তু এবার "ককপিট" এ দেব তাকে কোন টিপস দেয়নি।  তিনি আরও জানান, এখানে অমি যা কিছু করেছি তা নিজেই করেছি; কী করেছি তা জানি না।  শুধু এটুকু জানি, যা করেছি আমি নিজেই করেছি।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে