শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৫৪:৫২

দেখি, মীম হাউ মাউ করে কাঁদছে : আব্দুল আজিজ

দেখি, মীম হাউ মাউ করে কাঁদছে : আব্দুল আজিজ

আব্দুল আজিজ : কলকাতার শিবু প্রাসাদ নিজে আমাকে কয়েকবার ফোনে ম্যাসেজ করে আমন্ত্রণ ও অনুরোদ করে যেন আমি পোস্ত সিনেমার প্রিমিয়ার এ যাই ।

তার অনুরোদ রাখার জন্যই আমি পোস্ত সিনেমার প্রিমিয়ার এ যাই । সাথে নিয়ে যাই ফারিন, মিম ও অ্যান্টিকে (মীম এর মা) ।

সিনেমা শুরু হল। আমার পাশের চেয়ারে মীম। দেখি, মীম হাউ মাউ করে কাঁদছে। কান্না করতে করতে টিসু চাচ্ছে আমার কাছে চোখের পানি মুছার জন্য। আমার কাছে টিসু নেই। তাই আমি আমার সুতির পাঞ্জাবির কোনাটা দিলাম, চোখ মুছার জন্য।

বলল এটা দিয়ে হবে না, সে চোখ মুছতে চাচ্ছে তার চোখের কাজল বাঁচানোর জন্য। তার পাশে ফারিন কেঁদে কেটে কাজল মেকাপ এর মাখামাখিতে একাকার।

মনে মনে বললাম হে উপরওয়ালা, মুঝে বাঁচালো। যাই হোক, বাবা মা স্ত্রী সন্তান এর টানপোরন এর সম্পর্কের গল্প পোস্ত। আমার খুব ভালো লেগেছে, আপনারা দেখতে পারেন ।

নিচে পোস্ত এর সাথে আমার তোলা ছবিটা দিলাম আর প্রিমিয়ার এর দিন আমার আর মীম এর ছবিটাও দিলাম। ফারিন এর টা দিচ্ছি না কারণ চোখের কাজল মেকাপ এর মাখামাখির ওকে ভুতের মত লাগছে।

-জার্জ মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজের ফেসবুক থেকে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে