শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০১:২১:৫২

বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো: ডিপজল কন্যা ওলিজা

বাবার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো: ডিপজল কন্যা ওলিজা

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনেতা ডিপজল-এর শরীর এখন অনেকটাই ভালো। সম্প্রতি তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে তাকে দেশের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
 
এখানে প্রাথমিক চিকিত্সা শেষ করে গত বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বর্তমান অবস্থার আপডেট জানাচ্ছেন তার মেয়ে ওলিজা মানোয়ার।

তিনি বলেন, ‘সবার দোয়ায় এখন বাবার শারীরিক অবস্থা উন্নত। আগের চেয়ে ভালো আছেন। করোনারি কেয়ার ইউনিটিতে এখন ভর্তি আছেন তিনি। ডাক্তাররা বাবার চিকিৎসা ভালোভাবেই করছেন। শিগগিরই বাবা সুস্থ হয়ে উঠবেন আশা করি। সবার কাছে বাবার জন্য দোয়া চাই।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে