শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৩৩:১৯

মাহিরার সঙ্গের রণবীরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঋষি কাপূর

মাহিরার সঙ্গের রণবীরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ঋষি কাপূর

বিনোদন ডেস্ক : রণবীর কাপূর কি সত্যিই এই মুহূর্তে পাক অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে বিশেষ সম্পর্কে রয়েছেন? সম্প্রতি তাদের একটি ঘনিষ্ঠ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর প্রশ্নটা ঘুরছে সিনে মহলের অন্দরে।

না! রণবীর বা মাহিরা কেউই এখনও পর্যন্ত এই গসিপ নিয়ে মুখ খোলেননি। তবে ছেলের কাণ্ড দেখে মুখ খুলেছেন ঋষি কাপূর। জানেন, কী বললেন তিনি?

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ঋষি বলেন, ''আমিও ওদের ছবি টুইটারে দেখলাম। এমন নয় যে এ ব্যপারে আগে থেকে কিছু জানতাম।''

ঋষি আরও দাবি করেন, এই ছবিটা দেখেই রণবীরের সঙ্গে মাহিরার সম্পর্কের রসায়ন ঠিক করে নেওয়াটা বোধহয় ঠিক নয়। হয়তো ওরা কোনও রেস্তোরাঁয় গিয়েছিলেন যেখানে ধূমপান করা যায় না। তাই বেরিয়ে এসে ধূমপান করছিলেন দুই তারকা। তখনই পাপারাত্জিদের ক্যামেরাবন্দি হন তারা। ঋষির মতে, শুধু এই ছবিটা দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা ঠিক নয়।

শাহরুখ খানের সঙ্গে 'রইস'-এ স্ক্রিন শেয়ার করে বলি মহলে পরিচিতি পেয়েছিলেন মাহিরা। কয়েক মাস আগে রণবীরের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই জল্পনাকে তখন সোশ্যাল মিডিয়াতেই নস্যাত্ করে দিয়েছিলেন মাহিরা। এ বারও কি পুরোটাই গসিপ? ঋষির পর মাহিরাও মুখ খুলবেন কিনা, সেটাই এখন দেখার।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে