অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর রাখাইন রাজ্য থেকে পারিয়ে আসা রোহিঙ্গা কিশোরীদের মধ্যে বিতরণ করেছেন স্যানিটারি ন্যাপকিন। বিদ্যানন্দ প্রতিষ্ঠানের প্রশান্ত দেবনাথ নামের এক ব্যক্তির ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তার দেওয়া ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার কথা চিন্তা করে বিদ্যানন্দ এতদিন কোনো নারী স্বেচ্ছাসেবককে সেখানে পাঠায়নি। অভিনেত্রী ঊর্মিলা ঠিক সেই সময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। ঊর্মিরা রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেছেন ও স্যানিটারি ন্যাপকিন তাদের হাতে তুলে দিয়েছেন।
স্যানিটারি ন্যাপকিনের চাহিদার কথা রোহিঙ্গা ক্যাম্পে কিশোরীদের মাঝে বারবার উঠে আসছিল। কিন্তু এই ট্যাবু ছেলে স্বেচ্ছাসেবকদের পক্ষে ভাঙা কীভাবে সম্ভব? সেখানে নিরাপত্তার অভাবে এখন পর্যন্ত কোনো মেয়ে স্বেচ্ছাসেবকে পাঠানোর সাহস পাইনি। আর এমনবস্থায় অভিনেত্রী ঊর্মিলা এগিয়ে আসেন।
স্যানিটারি ন্যাপকিনে স্পন্সর এবং বিতরণের দায়িত্বটা ঊর্মিলা নেয়। ঝুকি থাকা সত্বেও প্রতিশ্রুতি ঊর্মিলা গতকাল কক্সবাজারে পৌছান। রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে তিনি আমাদের গাড়িতেই রওনা দেন। ঊর্মিলা সেখানে জীর্ণ ঘরের কিশোরীদের সাথে কথা বার্তা বলার পরে স্যানিটারি ন্যাপকিন তাদের হাতে তুলে দেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস