সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৪১:২০

পাবলিক টয়লেটের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ ইমরান-সানি লিওন!

পাবলিক টয়লেটের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ ইমরান-সানি লিওন!

বিনোদন ডেস্ক: কয়েকদিন আগেই অক্ষয় কুমার ও ভূমি পেডনেকরের ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবি মুক্তি পেয়েছিল। ছবির বিষয়বস্তু এবং অভিনয় দুই-ই নজর কেড়েছিল দর্শকদের।
কিন্তু তা বলে টয়লেটের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে ইমরান হাসমিকে দেখতে পাওয়া আসলেই অবিশ্বাস্য ঘটনা।

আসলে বলিউডের ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, মহিলা টয়লেটের উপরে তীর চিহ্ন দিয়ে সানি লিওনের ছবি রয়েছে। এবং পাশেই পুরুষ টয়লেটের উপর রয়েছে ইমরানের ছবি।

ইমরান হাশমি  এই  ছবি কোথায় পেয়েছেন, তা অবশ্য লেখেননি। তবে এই ছবি যে ‘টয়লেট’-এর প্রচারে কাজে আসবে তেমন কথা ভেবেই হয়তো ইমরান ছবির ক্যাপশনে লিখেছেন, ‘টয়লেট: এক প্রেম কথা??’।

আসলে নিজ দেশ ভারতের পাবলিক টয়লেটের গায়ে নিজের পোস্টার দেখে ইমরানও হতবাক হয়েছেন। কেউ কেউ আবার বলছেন, তাহলে কী পাবলিক টয়লেটের মুখ হিসেবে এখন থেকে ইমরানের ছবিই দেখা যাবে। সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে