মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১১:২৮:৪৩

‘ধুর! আমার এসব ভাববার সময় নেই’

‘ধুর! আমার এসব ভাববার সময় নেই’

বিনোদন ডেস্ক: ‘ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্রে যে ছবি দিয়েছেন, তাতে শাকিব খান নেই। কেন?’  ‘আসলে আব্রামের সঙ্গে আমার আর শাকিবের কোনো ভালো ছবি নেই। তাই কার্ডে দিতে পারিনি।’

‘শুরু থেকে সবাই একটা ব্যাপার খেয়াল করছেন, আপনি শাকিবকে পাশ কাটিয়ে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। এসব নিয়ে বাইরে কথা হচ্ছে।’ ‘ধুর! কে কী বলল, কে কী ভাবল—আমার এসব নিয়ে ভাববার সময় নেই। জনে জনে গিয়ে আমি এক্সপ্লেইন করতে পারব না। বাদ দেন।’ বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

চলচ্চিত্রের তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন ২৭ সেপ্টেম্বর। ছেলের জন্মদিন উপলক্ষে মা অপু বিশ্বাস আগামীকাল বুধবার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় কেক কাটার অনুষ্ঠান আয়োজন করেছেন। কিন্তু এ অনুষ্ঠানের কোনো খবর জানেন না শাকিব খান। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নেই শাকিবের কোনো উপস্থিতি।

শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানা গেছে, এ অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে শাকিবের সঙ্গে কোনো আলোচনা করেননি অপু বিশ্বাস। তবে অপু বিশ্বাস বলেন, ‘মাস দেড়েক আগে শাকিবই একজনের মাধ্যমে আমাকে তাঁর ছেলের জন্মদিন আয়োজন করার কথা বলে। সবকিছু আমি গুছিয়ে আনি। সপ্তাহ খানেক আগে সে বলল, দোয়া আর মিলাদ মাহফিল করবে এবং গরিব-দুস্থদের খাওয়াবে। শোনার পর আমি ভাবলাম, ঠিক আছে, ও ওর মতো করুক, আমি আমার মতো করি।’

ছেলের জন্মদিনের অনুষ্ঠানে থাকার জন্য গত সপ্তাহে শাকিবের বাবা, মা আর বোনের সঙ্গে দেখা করতে যান অপু। তাঁদেরকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। আজ অপু বললেন, ‘আমার শ্বশুর অসুস্থ। তিনি হয়তো আসতে পারবেন না। বাকি সবার জন্য আমি অপেক্ষা করব।’

জানা গেছে, গুলশানের এক রেস্তোরাঁয় অপু বিশ্বাস ছেলে আব্রামের জন্মদিন উপলক্ষে যে কেক কাটার অনুষ্ঠান আয়োজন করেছেন, তাতে অংশ নিচ্ছেন না শাকিব খান। তবে আগামীকাল দুপুরে গুলশানের আজাদ মসজিদে ছেলের মঙ্গলের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন তিনি। এরপর গরিবদের মধ্যে খাবার বিতরণ করবেন। এ আয়োজনে শাকিব খান নিজেও উপস্থিত থাকবেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় অপু বলেন, ‘আমার ছেলেকে সবার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে চাই। এ কারণেই ওর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখার পরিকল্পনা করেছি।’ জন্মদিনে আব্রামকে কী উপহার দিচ্ছেন? অপু বললেন, ‘একটি স্বর্ণের মুকুট উপহার দিচ্ছি। কাতার থেকে ওর জন্য শেরওয়ানি আনিয়েছি।’

চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। গত বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। কিন্তু এই সবকিছুই গোপন ছিল। এরপর গত ১০ এপ্রিল বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে টিভির একটি লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস প্রকাশ করেন, শাকিব খান তাঁর স্বামী, তাঁদের বিয়ে হয়েছে। আর তাঁদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। তখন থেকেই শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়।-প্রথম আলো
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে