বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৪৫:১৪

সিনেমার নাম ‘রোহিঙ্গা’

সিনেমার নাম ‘রোহিঙ্গা’

বিনোদন ডেস্ক :  গতকাল ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রোহিঙ্গা আগন্তুকদের নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘রোহিঙ্গা’র শুটিং। সিনেমার পরিচালনা ছাড়াও কাহিনী চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

সিনেমার প্রযোজনায় অহিদুজ্জামানের সঙ্গী হয়েছেন শবনম শেহনাজ চৌধুরী। গতকাল নাফ নদী, শাহপরীর দ্বীপ ও টেকনাফে এ চলচ্চিত্রের শুটিং হয়েছে, শুটিং হয়েছে উখিয়া ক্যাম্পেও। সিনেমাটিতে নায়িকা চরিত্রে দেখা যাবে আরশিকে। খুব প্রতিকূল পরিবেশে শুটিংয়ের কাজ করতে হচ্ছে তাকে।

রোহিঙ্গাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা ২০১২ সাল থেকেই ছিল পরিচালক অহিদুজ্জামানের। পরিকল্পনা বাস্তবায়নের বীজ বুনন হলো ২০১৭ সালে। মূলত ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে রোহিঙ্গাদের সঙ্গে কী ঘটেছে, সেটি চলচ্চিত্র আকারে সংরক্ষণ করে ভবিষ্যতের ইতিহাস নির্মাণ করতে চাইছেন পরিচালক ডায়মন্ড।
এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে