বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:০৪:৪২

২ মাস বিশ্রামে থাকতে হবে ডিপজলকে

২ মাস বিশ্রামে থাকতে হবে ডিপজলকে

বিনোদন ডেস্ক: ঢাকাইয়া চলচ্চিত্রের শক্তিশালী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিকিৎসকরা ডিপজলকে দুই মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর ডিপজলের মেয়ে অলিজা মনোয়ারের বরাত দিয়ে মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান ।

এর আগে গত সোমবার ডিপজলের হার্টে রিং পরানো হয়। এরপর তিনি ডাক্তারদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই খ্যাতিমান অভিনেতা। হাসপাতালে তার সঙ্গে আছেন কন্যা ওলিজা মনোয়ার ও স্ত্রী জবা। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবারের সদস্যরা।

উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। সকালের দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকদের পরামর্শে সেদিনই বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেয়া হয়।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে