বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:০৮:০৭

তোপের মুখে মাহিরা, রণবীর হয়ে গেলেন 'কোল্ড কফি'!

তোপের মুখে মাহিরা, রণবীর হয়ে গেলেন 'কোল্ড কফি'!

বিনোদন ডেস্ক: ইন্টারনেটে সরব উপস্থিতি থাকলে গত কয়েকদিন ধরে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে বলিউড অভিনেতা রণবীর কাপুরের একটি ছবি চোখে পড়বে আপনারও। ছবিতে নিউইয়র্কের একটি জায়গায় মাহিরা খানকে বসে এবং রণবীরকে দাঁড়িয়ে সিগারেট টানতে দেখা যায়।
যা নিয়ে ইতিমধ্যে দু'জনের মধ্যকার প্রেমের গুজব রটে গেছে বলিউড মহলে। ভারতীয়রা এটাকে যেভাবেই নিক না কেন, পাকিস্তানিরা এটা কোনো ভাবেই মেনে নিতে পারছেন না।  

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, পাকিস্তানি নেটিজেনরা মাহিরার ছবিটি নিয়ে ইতিমধ্যে ট্রল করা শুরু করে দিয়েছে। এর কারণ পাকিস্তানি অভিনেত্রীর 'ছোট' পোশাক ও ধূমপান। নেটিজেনদের দাবি, এই ছবিটির মাধ্যমে মাহিরা সম্পূর্ণভাবে তার শালীন ইমেজ ধ্বংস করেছে। অপর একটি পক্ষের দাবি, তার রূপ-লাবন্য ধূলিসাৎ হয়েছে।

এদিকে, ওই ছবিটি নিয়ে করাচিভিত্তিক একটি ফাস্টফুড রেস্টুরেন্ট একটি বিজ্ঞাপনও তৈরি করেছে। যেখানে মাহিরার হাতের সিগারেটটিকে পাইপ নল বানিয়ে একটি কোল্ড কফির পাত্রে লাগানো হয়েছে। আর রণবীরের ছবির জায়গায় আরও একটি বড় কোল্ড কফির পাত্র বসানো হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে