বিনোদন ডেস্ক: আজ (২৭ সেপ্টেম্বর) তারকা দম্পতি শাকিব-অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মবার্ষিকী। দিনটিকে স্মরণীয় করে রাখতে বাবা-মা দুজনই ভিন্ন ভিন্ন আয়োজন করেছেন। জন্মদিনে ছেলেকে উপহার হিসেবে সোনার চেইন দিয়েছেন ঢাকাই কিং শাকিব খান।
জন্মদিনে ছেলেকে কাছে নিয়ে চমৎকার একটি দুপুর পার করেছেন শাকিব। গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন এবং গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেও সেখানে উপস্থিত ছিলেন না এই অভিনেতা। সেই সময় ছেলেকে একান্তে সময় দিয়েছেন বাবা শাকিব। হয়তো বাবাকে কাছে পাওয়া সেই সময়টুকুই আব্রামের কাছে শ্রেষ্ঠ উপহার।
শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আজ বেলা দুইটা নাগাদ শাকিবের চাচাতো ভাই হিসেবে পরিচিত মনির রাজধানীর নিকেতনে অপুর বাসায় যান। তিনি আব্রামকে গুলশানে শাকিবের বাসায় নিয়ে আসেন। এ সময় জয়ের সঙ্গে শাকিবের বাসায় আসেন অপুর আত্মীয় শেলী।
এদিকে অপু বিশ্বাস জানান, তিনি এখন সাজগোজ নিয়ে ব্যস্ত আছেন। একটু পর শাকিবের বাসায় যাবেন। সেখানে ছেলে আব্রাম আর শাশুড়িকে তৈরি করে সন্ধ্যার অনুষ্ঠানে নিয়ে যাবেন।
ছেলের প্রথম জন্মদিন বলেই বিশাল আয়োজন করে পালন করার পরিকল্পনা করেছেন মা অপু বিশ্বাস। গুলশানের পাঁচ তারকা হোটেলে আয়োজন করেছেন এক পার্টির। সেখানে বসবে তারার মেলা। নিমন্ত্রণ দেয়া হয়েছে কাছের আত্মীয়স্বজন, মিডিয়ার সহকর্মী, সাংবাদিকসহ সবাইকে। তবে সেই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না শাকিব খান।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস