বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৩৫:৪৬

ইনস্টাগ্রামে শাকিব-অপুর আব্রাম

ইনস্টাগ্রামে শাকিব-অপুর আব্রাম

বিনোদন ডেস্ক: জনপ্রিয় নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাম এরই মধ্যে তারকা হয়ে গেছেন! অপু বিশ্বাসের ইনস্টাগ্রাম থেকে আব্রামের ছবি নিয়ে এবারের অ্যালবাম।

মায়ের কোলে আব্রাম। মায়াভরা মিষ্টি চেহারা আব্রাম খুব অল্প সময়ের মধ্যেই সবার কাছে প্রিয় হয়েছে। মিষ্টি চেহারার আব্রাম তার বাবা-মায়ের চেখের মণি। দেশজুড়ের এরই মধ্যে তার অনেক ভক্ত তৈরি হয়েছে!

আপন মনে বসে আছে আব্রাম। বড় হয়ে সেও কী তার বাবার মত নায়ক হবে। আব্রামের জন্য অনেক শুভকামনা। আব্রাম এখন একটু একটু করে কথা বলা শিখেছে। তাকে নিয়েই তারা বাবা-মায়ের সাজানো পৃথিবী।

এ ক্যামেরার সামনে আব্রামের পরিপক্ক উপস্থিতি। এখনই সে রাজসিক ভঙ্গিতে ছবি তুলতে শিখেছে। তারকা বাবা-মায়ের ছেলে বলে কথা! এক সময়ের দর্শকপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনার কোলে আব্রাম। মিষ্টি ও মায়াবী চেহারা কারণে সে সবার আদর কাড়ছে।

আব্রামের নায়কোচিত চাহনি। সত্যিই যেন বাপের বেটা আব্রাম। আব্রাম কী গাড়ি চালানো শিখে ফেলেছে! গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে আব্রাম। আব্রামের নামে এরই মধ্যে ফেসবুকে একাধিক আইডি ও ফ্যানপেজ খোলা হয়েছে। এখন সে তুমুল জনপ্রিয়।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে