বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৫৪:১৬

ঋতুপর্ণার মেয়ে ঋষণা আইসিইউতে

ঋতুপর্ণার মেয়ে ঋষণা আইসিইউতে

বিনোদন ডেস্ক: আইসিইউতে ভর্তি করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ে ঋষণা।

জানা গেছে, ঋষণার প্লেটলেট কাউন্ট কমে ৩৫,০০০-এ চলে এসেছে।
তাই দ্রুত চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার পরামর্শ দেন। বর্তমানে কলকাতার এএমআরআই মুকুন্দপুর হাসপাতালে ভর্তি রয়েছে ঋষণা।

জ্বরে আক্রান্ত হলে ঋষণাকে গত ২৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়।

ঋষণার প্রথম যখন জ্বর আসে তখন ঋতুপর্ণা কলকাতার বাইরে ছিলেন। শুরুর দিকে পরিবারের লোকজন ভেবেছিলেন, সাধারণ জ্বর। কিন্তু পরে জ্বর ১০৪ ডিগ্রি উঠলে পারিবারিক চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করানো হয়। তখন জানা যায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ঋষণা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে