বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:০২:২১

শাকিব পুত্র আবরাহাম খান জয় জন্মদিনে তারকাদের মিলনমেলা

শাকিব পুত্র আবরাহাম খান জয় জন্মদিনে তারকাদের মিলনমেলা

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আবরাহাম খান জয়। জন্মগ্রহণ করেছেন ভীন দেশে, তখনই পায়নি বাবাকে। আজ ছিল তার জন্মদিন। আজও বাবা-মাকে এক সঙ্গে পেল না সে। জন্মদিনকে ঘিরে মায়ের জমকালো আয়োজন থাকলেও সেখানে নেই বাবা। বাবা শুধু মসজিদে মিলাদ আর কাঙ্গালিভোজ দিয়েই দায়িত্ব পালন করলেন।কি অপরাধ ছিল জয়ের?

ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত থাকলেন না চিত্রনায়ক শাকিব খান। বুধবার রাতে রাজধানীর গুলশানে একটি হোটেলে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেলের জন্মদিনের কেক কাটেন নায়িকা অপু বিশ্বাস।

ওই অনুষ্ঠানে নায়ক রিয়াজ, বাপ্পি, সঙ্গীত শিল্পী মমতাজ ও নায়িকা পূর্ণিমার মতো তারকারা উপস্থিত থাকলেও বাবার অনুপস্থিতিতে যেন অপূর্ণই রয়ে গেল শাকিব-অপু দম্পতির এক সন্তানের প্রথম জন্মদিনের অনুষ্ঠান।

অবশ্য এর আগে বেলা দুইটার দিকে শাকিবের এক আত্মীয় নিকেতনে অপুর বাসায় গিয়ে আব্রামকে গুলশানে শাকিবের বাসায় নিয়ে আসেন। সেসময় বাবা আর ছেলে মিলে অনেকটা সময় কাটান। তখনই জানা যায়, কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন না শাকিব।

২০০৮ সালে চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রামের।

দীর্ঘদিন বিয়ে ও সন্তানের কথা গোপন রাখার পর গত ১০ এপ্রিল ছেলেকে সঙ্গে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

ওইদিনই অবশ্য শাকিব স্ত্রীকে স্বীকৃতি ও সন্তানকে গ্রহণের কথা বলেন। তবে এর পর থেকে শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে।

এদিকে, শাকিব যাক আর না যাক ফেসবুকের মাধ্যমে নিজের সন্তানকে জানিয়ে দিলেন জন্মদিনের শুভেচ্ছা। শুধু লিখলেন , ”Happy Birthday AbrahamKhanJoy’। এর মধ্যেই সীমাবদ্ধ।

এদিকে, চলচ্চিত্রসংশ্লিষ্টরা ধারণা করছেন শাকিব-অপুর ব্যক্তিগত সম্পর্কের অবস্থা খুবই খারাপ। সেটি এ ঘটনার মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে