বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৫১:৪৮

আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আয়নাবাজি’

আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আয়নাবাজি’

বিনোদন ডেস্ক: মুক্তির এক বছর পূর্তি উপলক্ষ্যে ফের বড় পর্দায় দেখানো হবে ‘আয়নাবাজি’। দর্শকদের আয়নাবাজির মুহূর্তগুলো আরেকবার স্মরণ করিয়ে দিতে বিশেষ এ আয়োজন করেছে রাজধানীর শ্যামলী সিনেমা হল কর্তৃপক্ষ।৩০ সেপ্টেম্বর দুপুর ১২টার এ শোর টিকেট পাওয়া যাবে তার আগের দিন।

‘আয়নাবাজি’র কলাকুশলীরাও শ্যামলী হলে দর্শকদের সাথে সিনেমাটি দেখবেন। আয়নাবাজি চলচ্চিত্রটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন,  হলে ইংরেজি সাবটাইটেলসহ আসছে সকলের প্রিয় ‘আয়নাবাজি’ সিনেমাটি। শ্যামলী হলের কাছে আমরা কৃতজ্ঞ।

আমি মনে করি, হল কতৃপক্ষের এ ধরণের উদ্যোগ আমাদের নতুন সিনেমা বানাতে অনুপ্রেরণা জোগাবে।

শ্যামলী সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, আয়নাবাজির মতো ছবির বছর পূর্তির অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত।

এই চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ আরও অনেকে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে