বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:১৬:৪২

একটি কারণেই ছেলের জন্মদিনের পার্টিতে যাননি শাকিব!

একটি কারণেই ছেলের জন্মদিনের পার্টিতে যাননি শাকিব!

বিনোদন ডেস্ক: বুধবার ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন ছিল। রাজধানীর একটি হোটেলে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেলের জন্মদিন পালন করেন অপু বিশ্বাস। ওই অনুষ্ঠানে নায়ক রিয়াজ, বাপ্পি, সঙ্গীত শিল্পী মমতাজ ও নায়িকা পূর্ণিমার মতো তারকারা উপস্থিত থাকলেও শাকিব খান ছিলেন না। বাবার অনুপস্থিতিতে যেন অপূর্ণই রয়ে গেল শাকিব-অপু দম্পতির এক সন্তানের প্রথম জন্মদিনের অনুষ্ঠান।

তবে এ দিন দুপুরে গুলশানের আজাদ মসজিদে ছেলের জন্য মিলাদ মাহফিলের আয়োজন করেন শাকিব খান। এরপর কাঙালিভোজেরও আয়োজন করা হয়। তবে এই আয়োজনে উপস্থিত ছিলেন না শাকিব খান। জানা গেছে শারীরিক অসুস্থতার কারণে নাকি তিনি মসজিদে যেতে পারেননি। কিন্তু অনেকেই বলছেন, এটি শুধুই শাকিবের বাহানা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এড়ানোর জন্যই এ কৌশল নিয়েছেন তিনি।

এদিকে, জানা গেছে মিলাদ মাহফিলে শরিক হতে না পারলেও ছেলের জন্মদিনের দুপুরটা ছেলের সঙ্গেই কাটিয়েছেন শাকিব। দুপুরের দিকে অপু বিশ্বাসের বাসা থেকে জয়কে শাকিব ভাইয়ের বাসায় নিয়ে আসেন এক আত্মীয়। সেসময় বাপ-ছেলে মিলে কিছুটা সময় পার করেন। ছেলেকে কোলে নিয়ে শাকিব জয়ের গলায় একটি সোনার চেন পরিয়ে দেন।’

এদিকে ছেলের জন্মদিনে শাকিবের অনুপস্থিত হওয়াকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন তুলছেন শাকিব-অপুর সম্পর্ক নিয়ে। তারা বলছেন, সমালোচনার মুখে শাকিব অপুকে গ্রহণ করলেও মন থেকে হয়ত গ্রহণ করেননি। তাই শাকিব ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে অংশগ্রহণ করেননি।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আশরাফুল আলম নামে একজন লিখেছেন, ’’আপনি নামে মাত্র বাবা হয়েছেন, একজন আদর্শবান বাবা হতে পারেন নি, কখনো হতে পারবেন কিনা তা নিয়ে ও সন্দেহ। ধিক্কার জানাই আপনাকে । কিসের এতো অহংকার আপনার? আমার কেন জানি মনে হচ্ছে আব্রাহাম আপনার পাপের ফসল তাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন। আপনি সুপার স্টার নাকি সুপার বেয়াদপ সেটা সুশীল সমাজের লোকদের বোধগম্য নয়।’’

ঝিনা খুরকি থুর লিখেছেন, ’’শুধু বাবা সাথে কেন, জন্মদিনে বাবা মা একসাথে যদি থাকতো ভীষন ভাল লাগতো সবার! জয় এর বেস্ট উপহার হতো!!! ভালবাসা পুরো পরিবারকেই দেয়া উচিত শুধু ছেলেকে নয়!’’

আফরোজ রিজা শম্পা নামে আরেকজন লিখেছেন, ’’আমরা আরো বেশি সাপোর্ট করবো, যদি তুমি ফ্যামিলি নিয়ে হ্যাপি থাক, বেবিটা কি নিষ্পাপ, তোমাদের বিরোধ ভুলে গিয়ে এক হও, এতে বেবিটাও হ্যাপি থাকবে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে