বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:১০:১১

এবার যে রেকর্ডটির মালিক 'বড় ছেলে'

এবার যে রেকর্ডটির মালিক 'বড় ছেলে'

বিনোদন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই মিডিয়া জগতে সবচেয়ে বড় নাম 'বড় ছেলে'।  আর এবার সেই বড় ছেলে গড়লো নতুন একটি মাইলফলক। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত টেলিছবিটি মাত্র ৯ দিনে ছুঁয়েছে ৫০ লাখের মাইলফলক। বাংলাদেশের আর কোনও নাটক বা টেলিছবির এমন নজির নেই। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এর বর্তমান ভিউ ৫৩ লাখ।

'বড় ছেলে' নাটকটিতে মধ্যবিত্ত ছেলের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, আর উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। নাটকের আবেগতাড়িত সংলাপ, কাহিনীর কেন্দ্রিকতা আর নির্মাতার পরিমিতিবোধ নাটকটিকে সফল করেছে; এরই ধারাবাহিকতায় নাটকটির প্রশংসায় পঞ্চমুখ এর দর্শকেরা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে