বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:১০:৩৫

যে কারণে নথ পরে ফেস্টিভ মুডে সাজলেন সুস্মিতা

যে কারণে নথ পরে ফেস্টিভ মুডে সাজলেন সুস্মিতা

বিনোদন ডেস্ক: পর্দায় অনেকদিন তাঁর উপস্থিতি নেই। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি রয়েছেন স্বমহিমায়। তিনি সুস্মিতা সেন। সম্প্রতি নথ পরে নিজের একটি ছবি সোশ্যাল ওয়ালে পোস্ট করেছেন অভিনেত্রী। আর তা দেখে বেশ বোঝা যাচ্ছে ফেস্টিভ মুডে রয়েছেন তিনি।

সম্প্রতি হায়দরাবাদে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সুস্মিতা। সেখানে ডিজাইনার শশী ভাঙ্গাপল্লীর তৈরি করা লেহেঙ্গায় সেজেছিলেন। সেই কারণে নথ পরেছিলেন তিনি। মুম্বাইয়ের দুর্গা পূজায় দুই মেয়েকে নিয়ে অংশ হন সুস্মিতা। পূজার দিনে ট্র্যাডিশনাল পোশাক পরতেই পছন্দ করেন তিনি। ফেস্টিভ সিজনে শাড়ি, গয়নায় নিজেকে সাজান।
মেয়েদেরও এ সময় ভারতীয় পোশাকে সাজিয়ে তোলেন। তবে সব মিলিয়ে এ বার যেন কিছুদিন আগে থেকেই উত্সব শুরু হয়ে গিয়েছিল সুস্মিতার। অনুরাগীদের সঙ্গে শেয়ারও করেছেন আনন্দের মুহূর্ত।-আনন্দবাজার
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে