সেন্সরে আটকে গেল ‘প্রেম রতন ধন পায়ো’
বিনোদন ডেস্ক : সাধারণত সেন্সর বোর্ডে যে কারণে একটি ছবিকে আটকে দেয় সেই কারণগুলো ‘প্রেম রতন ধন পায়ো’ সিনেমাটির মাঝে নেই। অথবা যে সকল কারণে একটি ছবির ওপর আপত্তি তোলে সেন্সর বোর্ড তার কোন একটি এছবিটিতে নেই। যেমন, এক হতে পারে ছবিতে এমন কিছু দৃশ্য আছে যা সাধারণের দেখার যোগ্য নয়, অথবা অত্যধিক হিংসা দেখানো হয়েছে কিংবা এমন কিছু শব্দ বা অঙ্গভঙ্গী রয়েছে তাতে যা শালীনতার সীমা অতিক্রম করে গিয়েছে। কিন্তু এর কোনও একটি কারণের জন্যেও সেন্সর বোর্ডে হোঁচট খায়নি রাজশ্রী প্রোডাকশনের আগামী ছবি সালমান খান ও সোনাম কাপুর অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’।
এমনকি রাজশ্রী প্রোডাকশনের ছবি যেমন হয় ‘প্রেম রতন ধন পায়ো’ হুবহু তার একটি। খাঁটি বলিউডি ফ্যামিলি ড্রামা। কোনও হিংস্রতা নেই, গালিগালাজ নেই। তথাকথিত আপত্তিজনক এই সবের কোনও কিছু না থাকা সত্ত্বেও সেন্সর বোর্ডের থেকে সার্টিফিকেট পাচ্ছে না ছবিটি। তার একমাত্র কারণ হল ছবির নাম। কম সময়ের মধ্যে বেশি পরিমাণে ব্যবসা করার জন্যে রাজশ্রী প্রোডাকশন ঠিক করেছিল হিন্দির পাশাপাশি তামিল এবং তেলেগুতেও প্রকাশিত হবে এই ছবি। কিন্তু সেখানেই আপত্তি তোললেন সেন্সর বোর্ড। তেলেগু ছবিটির নাম দেওয়া হয়েছিল ‘প্রেম লীলা’। আর সেখানেই আপত্তি সেন্সর বোর্ডের। তাদের মত ছবির সঙ্গে নামের কোনও মিল নেই। এই নাম থেকে ছবি সম্পর্কে কোনও ধারনা হবে না। সেন্সর বোর্ডের আইন বিরুদ্ধ এটি।
তাই আপাতত নামের কারণেই আটকে গিয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’। নাম বিভ্রাট ঠিক হলে তবেই ছাড় মিলবে সেন্সর বোর্ডের।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�