বিনোদন ডেস্ক: শাকিব খান বাংলা সিনেমার বর্তমান সময়ের এক নম্বর নায়ক। তার স্ত্রী অপু বিশ্বাসও দেশের সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। তাদের ঘর আলো করে পুত্র সন্তান আব্রাম খান জয় জন্ম নেন। গতকাল বুধবার ছিল আব্রামের প্রথম জন্মদিন।
আব্রামের জন্মদিনে শাকিব খান ও অপু বিশ্বাসের আলাদা আলাদা অনুষ্ঠান করা নিয়ে আবারো গুঞ্জন উঠেছে, শাকিব-অপুর সম্পর্কে কি হয়েছে? এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট থেকে তাদের ভক্তদের মাঝেও।
এদিকে, বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আব্রাম খানের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন মা অপু বিশ্বাস।
সেখানে আমন্ত্রিত অতিথিদের নিযে আব্রামের জন্মদিনের কেক কাটেন অপু বিশ্বাস। কিন্তু এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না চলচ্চিত্র তারকা শাকিব খান।
তবে দুপুরে রাজধানীর নিকেতনে অপুর বাসা আব্রামকে আত্মীয় মারফতে গুলশানে নিজের বাসায় নিয়ে আসেন শাকিব। এরপর বাবা আর ছেলে মিলে অনেকটা সময় কাটান। ছেলেকে জন্মদিনের উপহার হিসেবে সোনার চেইন দিয়েছেন শাকিব।
চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। গত বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জয়ের জন্ম হয়। কিন্তু এই সবকিছুই গোপন ছিল। এরপর গত ১০ এপ্রিল বিকেলে ছেলেকে সঙ্গে নিয়ে টিভির একটি লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস প্রকাশ করেন শাকিব খান তার স্বামী, তাদের বিয়ে হয়েছে। আর তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস